সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) :
চকরিয়া উপজেলার খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত সোমবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে। ঈদের জামাত উপলক্ষে মসজিদ কর্তৃপক্ষ ব্যাপক আয়োজন ও প্রস্তুতি গ্রহণ করেছেন। ইউনিয়নের প্রধান ঈদের নামাজের জামাত হবে খুটাখালী কেন্দ্রীয় মসজিদে। এই বিশাল আয়োজনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। ঈদের জামাতের আয়োজন করছে খুটাখালী কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ডা. মীর আহমদ হেলালী।
তিনি জানান, প্রতি বছরের মতো এবারও খুটাখালী কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজের প্রথম জামাত হবে সোমবার সকাল ৯ টায়। যথারীতি প্রথম জামাতের পর পরই দ্বিতীয় জামাত আরম্ব হবে। সম্মানিত মুসল্লীবৃন্দকে যথাসময়ে বাসা বাড়ি থেকে ওযু করে ঈদের জামাতে শরিক হওয়ার জন্য তিনি আহ্বান করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।