মহেশখালী-কুতুবদিয়াবাসীসহ জেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল সাবেক এমপি আলহাজ্ব এএইচএম হামিদুর রহমান আজাদ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র রমযানে সিয়াম সাধনার পাশাপাশি নিজেদের সামগ্রিক জীবনে খোদাভীতি অর্জনের মাস। রমজানের শিক্ষামতে সৎ কাজের আদেশ ও অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলা প্রতিটি মুমিনের কর্তব্য। পবিত্র রমজান এক মাসের শিক্ষায় বাকী ১১ মাস পরিশুদ্ধ জীবন পরিচালিত করতে পারলেই মু’মিন জীবনের সফলতা ও স্বার্থকতা। পবিত্র রমজানে কোরআন অবতীর্ণ হয়। রমজানের শিক্ষা কাজে লাগিয়ে মানব রচিত মত ও পথ পরিহার করে তাকওয়াভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

হামিদ আজাদ বলেন, সরকারের অগণতান্ত্রিক আচরণের কারণে ঘরে-ঘরে ঈদের খুশির পরিবর্তে বিষাদের কালো ছায়া পড়ে আছে। ঈদের আনন্দক্ষণে বাড়িতে-বাড়িতে বাবা, ভাই, ছেলে হারানোর বেদনায় শোকাতুর পরিবেশ সৃষ্টি করে তুলেছে। হামিদ আজাদ বলেন, সকল প্রকার হিংসা-বিদ্বেষ, সংকীর্ণতা ও কুটিলতা পরিহার করে ঈদ সমাজ ও দেশের জন্য বয়ে আনবে অনাবিল সুখ ও শান্তি।