সিবিএন
কক্সবাজার শহরের বিভিন্ন এলাকার সুবিধা বঞ্চিত গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে কক্সবাজার ব্যবসাসায়ী দোকান মালিক সমিতি।
রবিবার বাদে আসর শহরের নূরপাড়াস্থ উমিদিয়া মাদরাসা মাঠে ঈদবস্ত্র বিতরণে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল।
কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীন মুরব্বি আলহাজ্ব ডা. মোহাম্মদ আমিন, পৌরসভার মহিলা কাউন্সিলর হুমায়রা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিক মাহমুদ, শহর কমিউিনিটি পুলিশের সভাপতি মিজানুর রহমান, এডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) ও দৈনিক রূপালী সৈকতের বার্তা সম্পাদক ইমাম খাইর, দৈনিক আমাদের কক্সবাজার এর মফস্বল বার্তা সম্পাদক আজিজ রাসেল,।
এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ফিরোজা শফিক ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ মুসা, মনির সওদাগর, জিল্লুর রহমান কাজল, শফিউল আলম, মুহাম্মদ মনির, আবু তাহের, রহমত আলী, মামুন সওদাগর প্রমুখ।
অনুষ্ঠানে ঈদ বস্ত্রের পাশাপাশি নগদ টাকাও বিতরণ করা হয়। ঈদের আগ মুহুর্তে ঈদ সামগ্রী পেয়ে দুস্থ মানুষরা সন্তুষ্টি প্রকাশ করেছে।