হাফিজুল ইসলাম চৌধুরী

পবিত্র ওমরা হজ্ব ব্রত পালন এবং সৌদি আরবে একাধিক গণসংবর্ধনা নেওয়ার পর,স্বপরিবারে কক্সবাজার পৌঁছে সর্বস্থরের জনতার অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন দৈনিক আজকের কক্সবাজারের সম্পাদক ও প্রকাশক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।

দলীয় নেতাকর্মী, নানা শ্রেণি পেশার মানুষের পাশাপাশি সাংবাদিকরাও তাঁকে স্বাগত জানাতে বিমান বন্দরে ছুটে যান।

আজ (২৫জুন) সকাল ১১টায় জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যানকে বহনকারী বিমানটি কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন। এর পর তিনি ১১টা ২০ মিনিটে বিমান বন্দর থেকে বেরিয়ে আসেন।