স্পোর্টস ডেস্ক
অবশেষে নানা জলঘোলার পর আইসিসি-বিসিসিআই পৌঁছেছে। অতিরিক্ত ১১২ মিলিয়ন ডলার দিয়ে ভারতকে শান্ত করেছে আইসিসি। তবে ভারতের আয় বাড়াতে গিয়ে কমেছে বাংলাদেশসহ অন্য ছয় ক্রিকেট বোর্ডের।
নতুন আর্থিক সংস্কার প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মতো বাকি ছয়টি দলকেও ১৩২ মিলিয়ন ডলার করে দেওয়ার প্রস্তাব করা হয়। আর সহযোগী দেশগুলোর জন্য বরাদ্দ ২৮০ মিলিয়ন। এখন ভারতের আয় বাড়ায় ৪ মিলিয়ন ডলার করে কম পাবে বাংলাদেশসহ অন্য ছয় ক্রিকেট বোর্ড।
২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত আইসিসির রাজস্ব বণ্টন :
এপ্রিলে ভোটাভুটিতে প্রস্তাবিত বরাদ্দ (মিলিয়ন ডলার) | জুনে পাস হওয়ার পর | |
ভারত | ২৯৩ | ৪০৫ |
ইংল্যান্ড | ১৪৩ | ১৩৯ |
অস্ট্রেলিয়া | ১৩২ | ১২৮ |
শ্রীলঙ্কা | ১৩২ | ১২৮ |
পাকিস্তান | ১৩২ | ১২৮ |
দ.আফ্রিকা | ১৩২ | ১২৮ |
বাংলাদেশ | ১৩২ | ১২৮ |
ও. ইন্ডিজ | ১৩২ | ১২৮ |
নিউজিল্যান্ড | ১৩২ | ১২৮ |
জিম্বাবুয়ে | ৯৪ | ৯৪ |
সহযোগী | ২৮০ | ২৪০ |
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।