এম আবু হেনা সাগর, ঈদগাঁও
আর্ত মানবতার কল্যাণে নিবেদিত জেলা সদরের গুরুত্ববহ বৃহত্তর ঈদগাঁওর একঝাঁক তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অসহায়, দোস্ত ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা- বৃহত্তর এলাকায় পথকলি, অসহায়, এতিম, দরিদ্র শিক্ষার্থীদের পক্ষে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
২১ জুন বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে হাফেজ ইসমাঈলের কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে সংগঠনের সহ সভাপতি এম আবু হেনা সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহানের পরিচালনায় মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক বক্তব্য রাখেন- ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক মৌলানা এনামুল হক ইসলামাবাদী।
স্বাগত বক্তব্য রাখেন- স্বপ্ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাহেদ কামাল। অন্যদের মাঝে বক্তব্য রাখেন-সমাজ সেবক জানে আলম, ছাত্রনেতা ইরফানুল করিম, দারুল ফাতাহ একাডেমীর শিক্ষক রুহুল আমিন। এতে উপস্থিত ছিলেন- ক্বারী নুরুল ইসলাম, ছাত্রনেতা মোহাম্মদ জুনাইদুল করিম, স্বপ্ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রবিন, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, আব্দু রহমান, ফারুক, তামিল, সালাহ উদ্দিন, মোশারফ, সাদ্দাম হোসেন, দেলোয়ার হোসেন সহ বিপুল সংখ্যক এতিম ও পথকলি শিশুরা ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।