রফিক মাহমুদ,উখিয়া :

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সমাজের প্রতিটি মানুষ সুস্থ্য ও সুন্দর ভাবে অন্যদের মত বাঁচতে চায়। তেমনি কক্সবাজার সরকারি কলেজের মেধাবী ছাত্র হাফিজও বাঁচতে চায়। মা বাবার আদুরের সন্তান হাফিজ উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া গ্রামের মোক্তার আহমদ প্রকাশ লালুর পুত্র। হাফিজ ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। হঠাৎ করে হাফিজ অসুস্থ্য হয়ে পড়ায় তার মা-বাবা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ডাক্তারী পরিক্ষা-নিরিক্ষার পরে তার ব্রেইনে টিউমার ধরা পড়ে। চট্টগ্রাম মেডিকেল বলেজের ব্রেইন টিউমার ও সার্জরী বিশেষজ্ঞ ডা. আনিসুল ইসলাম এর তত্ত্ববধানে তার সিকিৎসা চলছে বলে হাফিজের পারিবারিক সূত্র জানাগেছে। এখন শুধু মাত্র টাকার জন্য তার অপারেশন করানো যাচ্ছে না। তার পিতা মোক্তার আহমদ জানান, হাফিজের ব্রেইনের টিউমার অপারেশনের জন্য ৮ থেকে ১০ লাখ টাকার প্রয়োজন। হতদরিদ্র পিতার পক্ষে ১০ লাখ টাকা জোগাড় করা সম্বব না হওয়ায় সমাজের বৃক্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহর্য্যরে হাত বাডিয়ে দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন তিনি। সবার সহযোগিতায় হয়ত সে স্বাভাবিক জীবনে ফিরে আাসতে পারবে। হাফিজ কক্সবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের (বিবিএ অনার্স) ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র। হাফিজের জীবন বাঁচাতে আপনিও পারেন সহাযোগিতার হাত বাঁড়িয়ে দিতে। আপনার আমাদের সহযোগীতায় বাঁচতে পারে মেধাবী ছাত্র হাফিজের জীবন।

সাহায্য পাঠানোর ঠিকানা : বিকাশ নং-জাহেদুল ইসলাম জাহেদ (হাফিজের বন্ধু) ০১৮৩১১৯৬৪৫৩,(পার্সোনাল) হাফিজ-মোবাইল নং- ০১৮৪০০০৫১৪৬