সিবিএন
কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে পুলিশ পৃথকভাবে এসব অভিযান চালায়।
এতে সাজাপ্রাপ্ত ১ জন, আদালতের ওয়ারেন্টভূক্ত ১ জন, নিয়মিত মামলায় ৪ জন, ছিনতাইকারি এক জন, দোকান চুরির দায়ে ২ জন এবং অনৈতিক অবস্থায় এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি রণজিত বড়ুয়া জানান, ঈদকে সামনে রেখে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। গ্রেফতারদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।