শাহীনশাহ, টেকনাফ:
টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
জানা গেছে, ২১ জুন দুপুর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর বিওপির বিজিবি সদস্যরা কেরমতলী পয়েন্টের নাফ নদীতে অভিযান চালিয়ে ওইসব ইয়াবা উদ্ধার করা হয়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। ২ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল এসএম আরিফুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে যা পরবর্তী উর্ধ্বতন কর্তৃপক্ষ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।