মিছবাহ উদ্দীন, ঈদগাঁও
জনগণের সম্পৃক্ততায় উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে মানববন্ধন করেছে ৪নং ওয়ার্ড যুব ফোরাম ইপসা সিভিক কনসোর্টিয়াম। বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে সবসময় বিভিন্ন ধরণের কর্মসূচীর আয়োজন করে এনজিও সংস্থা ইপসা। এই প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতায় এনজিও সংস্থা জিসিইআরএফ। তার ধারাবাহিকতায় দেশে যখন উগ্রবাদ, সহিংসতা, জঙ্গিবাদ ইত্যাদি মাথা চাড়া দিয়ে উঠেছে ঠিক তখনই উগ্রবাদ, সহিংসতা প্রতিরোধে গ্রামগঞ্জ থেকে ইউনিয়ন উপজেলা পর্যন্ত বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে।
১৭ জুন দুপুর ২ টা ২০ মিনিটে পিএম খালীর ১নং ওয়ার্ডে উগ্রবাদ সহিংসতা প্রতিরোধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ মানব বন্ধনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিএমখালীর চেয়ারম্যান আবদুর রহিম ও ১নং ওয়ার্ড মেম্বার হামিদুল হক। প্রোগ্রামটি বাস্তবায়ন করেন ইপসার ফিল্ড অফিসার অলকা অধিকারী। মানব বন্ধন বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন ইপসা ফিল্ড ফ্যাসিলেটর মোহাম্মদ ইউছুপ, ইয়াছমিন আক্তার। মানব বন্ধনে অতিথিরা বলেন, উগ্রবাদ, সহিংসতা একক কোন সমস্যা নয়। সুতরাং প্রত্যেকটা ব্যক্তিকে স্ব স্ব অবস্থান থেকে সতর্ক হয়ে কাজ করে যেতে হবে। অন্যথায় অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠতে সক্ষম হবে। বাংলাদেশে এমন সময়ে এনজিও সংস্থা ইপসার এ ধরণের কর্মসূচীকে সাধুবাদ ও মোবারকবাদ জানিয়ে সব ধরণের প্রোগ্রাম সকলকে সহযোগিতা করার আহবান জানান। পরিশেষে উপস্থিত সবাইকে নাস্তা বিতরণ করেন।