শাহীনশাহ, টেকনাফ:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ মিতালী সংসদের উদ্যোগে মরহুম ব্যক্তিদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৭ জুন সন্ধ্যায় প্রিতম প্লাজার কমিউনিটি সেন্টারে সংসদের সভাপতি মোঃ জুবাইরের সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়। সংসদের উপদেষ্টা শরীফুল ইসলাম কাজলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হোয়াইক্যং বাজার কমিটির সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ডা. মিজান মোর্শেদ, সমাজ সেবক খোরশেদ আলম, ছাত্রনেতা মোঃ গিয়াস উদ্দিন, সাংবাদিক নুরতাজুল মোস্তফা শাহীনশাহ, ছাত্রনেতা মোঃ ফারুক শরীফ। এতে সংসদ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রাশেল মাহমুদ খোকা, বোরহান উদ্দিন মামুন, পারভেজ মোশাররফ, মোঃ হাশেম, শাহ আলম, মোঃ আব্দুল্লাহ প্রমূখ।
এসময় বক্তরা রোজা ও ইফতারের তাৎপর্যের পাশাপাশি সংগঠনের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন। এ সময় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। পরে প্রায় ৫ শত ব্যক্তিবর্গসহ সকলেই ইফতারে অংশ নেন। ইফতার পূর্বে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিবেশন করেন হোয়াইক্যং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌঃ নুরুল আমিন ফারুকী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।