প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও সংসদের সাড়া জাগানো বক্তা আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, কক্সবাজারের পর্যটন শিল্প অনেক দূর এগিয়ে গেছে। কক্সবাজার আজ পর্যটন বিশ্বে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এই কারণে আন্তর্জাতিক পর্যটকরা আজ কক্সবাজারকে তাদের পছন্দের জায়গা হিসেবে বেছে নিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কক্সবাজারকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এখানকার উন্নয়নের কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দর, স্বপ্নের মেরিনড্রাইভ সড়ক, এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনসহ পর্যটনখাতের উন্নয়নে অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন।
শনিবার শহরের হোটেল মিশুকের মেরিডিয়ান রেস্তোঁরায় ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) আয়োজিত ইফতার মাহফিল ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সাইমুম সরওয়ার কমল এ কথা বলেন।

টুয়াকের পরিদর্শন বইতে স্বাক্ষর করছেন কমল।

টুয়াক’র সভাপতি এম. এ হাসিব বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিল ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী রহমান। উপস্থিত ছিলেন কটেজ মালিক সমিতির সভাপতি কাজী রাসেল আহামদ নোবেল ও জাতীয় পরিবেশ মানবিকার সোসাইটির জেলা চেয়ারম্যান সৈয়দ উল্লাহ আজাদ।
রোজার মাহাত্ব্য নিয়ে আলোচনা করেন বদর মোকাম মসজিদের সাবেক ইমাম ইউনূছ ফরাজী। অনুষ্ঠান পরিচালনা করেন বে অব বেঙ্গল গ্রুপ ট্যুরিজম’র এমডি তোফায়েল আহামদ।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন হেফজ খানার ছোট ছোট ছাত্ররা কোরআন তেলোয়াত করেন। শেষের দিকে অতিথিরা হেফজ খানার ছাত্রদের মধ্যে কোরআন শরীফ বিতরণ করেন। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সাংসদ সাইমুম সরওয়ার কমলকে টুয়াকের উপদেষ্টা ঘোষণা করা হয়। আহ্বায়ক এম.এ হাসিব বাদল এই ঘোষণা দেন।
কক্সবাজারের রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের তিন শতাধিক নেতৃবৃন্দ ওই ইফতার মাহফিলে অংশ নেন। ইফতার মাহফিল শেষে সাংসদ সাইমুম সরওয়ার কমল টুয়াকের অফিস পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।