প্রেস বিজ্ঞপ্তি:

সাম্প্রতিক কালে সারাদেশে অসাভাবিক ভাবে চালের দাম বৃদ্ধি পাওয়ায় জাতীয় সমাজতান্তিক দল জাসদ কক্সবাজার জেলা শাখা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাসদ। কক্সবাজার জেলা জাসদ সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল ও সাধারণ সম্পাদক এডঃ আবুল কালাম আজাদ পত্রিকায় প্রেরিত বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ উল্লেক করে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহাজোট সরকারের উন্নয়ন,দারিদ্র্য বিমোচন কর্মসূচী কে বাধাগ্রস্ত করে সরকারকে অাগামী জাতীয় নির্বাচনে পরাজিত করার মানসে চক্রান্তকারীরা চালের ভরা মৌসুমে জনগনের পকেটের টাকা লুট করার জন্য কৃত্রিম চালের সংকট তৈরী করে রাতারাতি হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন কতিপয় চাল কল মালিক ও চাল ব্যবসায়ী সিণ্ডিকেট। চালের কৃত্রিম মূল্যবৃদ্ধি জন্য দায়ী এসব লুণ্টন কারীদের অভিলম্বে গ্রেপ্তার করে তাদের মওজুদ কৃত চাল জব্দ করে সল্পমূল্যে জনগনের কাছে বিতরনের জন্য জোরদাবী জানিয়েছেন। অন্যতায় সরকারের শরিক হিসাবে জাসদ মহাজোট সরকারের জনপ্রিয়তা রক্ষার স্বার্থে জনগনের পক্ষে রাজপথে আন্দোলন সংগ্রামের কর্মসূচী দিতে বাধ্য হবে।