বার্তা পরিবেশক:
কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার ৯ম শ্রেণির মেধাবী ছাত্র মিজবাহ উদ্দিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রমিক লীগের নেতৃবৃন্দরা। ১৫ জুন দুপুরে শহরের আবহাওয়া অফিসের সামনে আয়োজিত মানববন্ধনে সমবেত হয় সহস্রাধিক নারী পুরুষ। জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনছারীসহ ১নং ওয়ার্ডের শ্রমিকলীগের নেতৃবৃন্দরা উক্ত মানবন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে দাবী জানানো হয় গত ৬ জুন ইফতারের পূর্বে একদল চিহ্নিত সন্ত্রাসী কুতুবদিয়াপাড়ার আবুল কাসেম প্রকাশ বাসিন্দা পুত্র মিজবাহ উদ্দিন নৃসংশ ভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা নুর জাহান বেগম বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ ৪নং আসামীকে আটক করলেও হত্যাকান্ডের মূল হোতা নুরুল আমিনকে আটক করতে পারেনি। মানববন্ধনে বক্তারা ঘাতক নুরুল আমিনকে দ্রুত গ্রেফতারের দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর শ্রমিকলীগের সাবেক আহবায়ক শাহেদুল আলম রানা, জেলা আবাসিক শ্রমিকলীগের সভাপতি রাজীব পাল, উপকূলীয় বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি মোসলেম উদ্দিন। এদিকে উক্ত মামলার তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানান আমরা আসামীদের দ্রুত সময়ে গ্রেফতারের প্রচেষ্টা চালাচ্ছি। এ মামলায় ৪ আসামী আটক রয়েছে নুরুল আমিনসহ বাকীদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।