সংবাদ বিজ্ঞপ্তি

৬ সেনা কর্মকর্তা ও সৈনিকসহ ১২৫ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল।

এক শোকবার্তায় তিনি বলেন, কয়েকদিনের টানা বর্ষনে পাহাড় ধ্বসে রাঙ্গামাটি, বান্দরবান ও চট্রগ্রামের বিভিন্ন স্থানে ৬ সেনা কর্মকর্তা ও সৈনিকসহ ১২৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এত মানুষের প্রাণহানীতে আমি চরম ব্যথিত ও শোকাহত। ভারী বর্ষনের ফলে পাহাড় ধ্বসে, গাছ পড়ে এই সকল মানুষের অকাল মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি ৬ জন সেনা সদস্যসহ নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য, আত্বীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

প্রাণহানীতে নিহত ব্যক্তিদের পরিবারের শোকাচ্ছন্ন সকল সদস্যের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন লুৎফুর রহমান কাজল।

নিহত পরিবারের সকলে যাতে অসীম ধৈর্য্যসহকারে এই শোক কাটিয়ে উঠতে পারে, সে জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।

পাশাপাশি কক্সবাজারে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্নভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে আসারও আহবান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।