চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি:

চকরিয়া সরকারী হাসপাতাল সংলগ্ন দুলাল সেন্টারে নবনির্মিত চকরিয়া মেডিকেল সেন্টার এর যাত্রা শুরুর লক্ষ্যে উদ্বোধনের পূর্বে গতকাল ৫ জুন বিকেল ৫টায় ইফতার মাহফিলের আয়োজন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুলাল সেন্টারের স্বত্ত্বাধিকারী ও চকরিয়া পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুল হাকিম দুলাল। আলোচনা রাখেন চকরিয়া বায়তুশ শরফ জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা হাফেজ বশির আহমদ। চকরিয়া মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হেদায়ত উল্লাহ’র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে চিকিৎসকদের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কবির আহমদ, ডা: মোহাম্মদ ইউনুছ, ডাঃ মোহাম্মদুল হক, ডা: আারিফুল হক, ডা: এমরান উদ্দিন রুবেল, ডা: মহিমউদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি মো: ইলিয়াছ আরিফ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, চকরিয়া ইনানী রিসোর্ট এর মালিক মৌলভী শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আরিফুল কবির, মোজাম্মেল হক, মৌলানা কুতুব উদ্দিন, আবদুল্লাহ আল ফারুক, সাবেক পৌর প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট কার্যকরি সংসদ, ফারিয়া চকরিয়ার কার্যকরি সংসদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তি ইফতার মাহফিলে অংশ নেন।

চকরিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহবান

“প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে” এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিশ^ পরিবেশ দিবস পালিত হয়। চকরিয়া উপজেলা প্রশাসন, নেকম-ক্রেল প্রকল্প এবং সনাক-টিআইবি যৌথভাবে সোমবার (৫ জুন ২০১৭) নানা আয়োজনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করে। এদিন সকাল সাড়ে দশটায় শুরু হয় বর্ণাঢ্য র‌্যালী। উপজেলা চেয়ারম্যান জাফর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সহকারি কমিশনার (ভূমি) মোঃ দিদারুল আলম এর নেতৃত্বে উক্ত র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গ্রামীণ ব্যাংক গিয়ে ফের উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‌্যালীতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রায় তিন শতাধিক লোক অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে অনুষ্ঠিত হয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা। ক্রেল প্রকল্পের উপজেলা সাইট কর্মকর্তা আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাফর আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ দিদারুল আলম, ফাঁসিয়াখালীর রেঞ্জ কর্মকর্তা মোঃ আবদুল মতিন, সনাক চকরিয়ার সাবেক সভাপতি ও ফাঁসিয়াখালী সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, সনাক চকরিয়ার সভাপতি এ কে এম সাহাবুদ্দিন, রাজনীতিবিদ আমিনুর রশিদ দুলাল প্রমুখ। সভায় দিবসের উপর টিআইবি’র ধারণাপত্র উপস্থাপন করেন এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিন এবং নেকম-ক্রেল প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রান্ট অফিসার মোঃ হেলাল উদ্দিন। এতে কোরক বিদ্যাপীঠের রেবেকা সুলতানা মাধুরী প্রথম এবং কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের আফসানা জান্নাত ওশিন দ্বিতীয় ও খালিদ বিন সাঈদ তৃতীয় স্থান অর্জন করে। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের আরো ২৩জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।