এম আবু হেনা সাগর, ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসটি জনবল সংকটে পড়েছে। এমনকি জনবলের কারণে বৃহত্তর এলাকায় কাজকর্ম নিয়ে নানা ভাবে হিমশিম খাচ্ছে। এদিকে গেল ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে পবিস ঈদগাঁও অফিসের আওতাধীন বৃহত্তর ঈদগাঁও তথা- ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী, চৌফলদন্ডী, ভারুয়াখালী, ঈদগাঁও সহ পাশ্ববর্তী উপজেলা রামুর রশিদ নগর, ঈদগড়ের প্রত্যান্ত গ্রামাঞ্চলে আনুমানিক ১৬/১৭টির মত বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যাওয়ার পাশাপাশি ৪শ থেকে ৫ শতাধিক মিটার ভেঙ্গে যায়। মোরা’র আঘাতের পরপরই সন্ধ্যার দিকে জেলা সদরের বহুল আলোচিত বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের বৈদ্যুতিক লাইন চালু করলেও পাড়া মহল্লার লাইন গুলো এখনো ঠিক করতে পারেনি। তবে কিছু কিছু লাইন চালু করেছে বলে জানিয়েছেন পবিস কর্তৃপক্ষ। বৃহত্তর এরিয়ায় এসব বৈদ্যুতিক লাইন ঠিক করতে যেখানে ২৫/৩০ জন লাইনম্যান প্রয়োজন, সেখানে মাত্র ১৬ জন লাইনম্যান দিয়ে কোন রকম কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে লাইন সংস্কার করে যাচ্ছে নিরবিচ্ছিন্ন ভাবে। যার ফলে জনবল সংকটের কবলে পড়েছে ঈদগাঁও পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসটি। এব্যাপারে ঈদগাঁও অফিসের এজিএম প্রকৌশলী মাসুদুর রহমানের সাথে দেশ-বিদেশের এ প্রতিনিধির কথা হলে- তিনি উপরোক্ত তথ্যাবলির সত্যতা নিশ্চিতের পাশাপাশি অল্প সংখ্যক জনবল নিয়ে বৈদ্যুতিক লাইনের কাজ করে যাচ্ছেন বলে জানান।

ঈদগাঁও রিপোটার্স সোসাইটির প্রস্তুতি সভা সম্পন্ন

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর একঝাক কলম সৈনিকদের সংগঠন রিপোটার্স সোসাইটির এক প্রস্তুতি সভা ১লা জুন বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি এম আবু হেনা সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রোস্তম আলী, সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরফাত, সদস্য মিছবাহ উদ্দিন ও নেজাম উদ্দিন। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী ২০ রমজান অত্র সংগঠনের উদ্যেগে রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনের সাথে ইফতার মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।