মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলায় যাত্রী সেজে মো. কামাল উদ্দিন (৩১) নামের এক মোটর সাইকেল চালককে অপহরণের পর হত্যা করে মোটর সাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে লামা-সুয়ালক সড়কের মোস্তফা রাবার বাগান সংলগ্ন একটি ঝিরি থেকে অপহৃতের লাশ উদ্ধার করে পুলিশ। মো. কামাল উদ্দিন উপজেলার সরই ইউনিয়নের হিমছড়ি পাড়ার বাসিন্দা মৃত আজু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মোটর সাইকেল চালক।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাত ১১ টার দিকে ক্যয়াজুপাড়া বাজার থেকে দুইজন অপরিচিত যাত্রী নিয়ে কামাল উদ্দিন গজালিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়। এর পর থেকে তার আর কোন খোঁজ খবর না পেয়ে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে স্থানীয়রা মোস্তফা রাবার বাগান সংলগ্ন পুরাতন সড়কের নিচের ঝিরিতে কামাল উদ্দিনের লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে শনিবার দিবাগত রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
গজালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. হাসেম আলী অপহৃত মোটর সাইকেল চালক কামাল উদ্দিনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।