প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশে ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও বাচিক শিল্পের পথিকৃৎ প্রতিষ্ঠান শব্দায়ন আবৃত্তি একাডেমীর কার্যালয়ে সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৫ মে বৃহস্পতিবার বিকালে শব্দায়ন আবৃত্তি একাডেমীর পরিচালক জসীম উদ্দিন বকুলের সভাপতিত্বে নজরুল জয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়। এতে তাঁর গান, ছড়া, কথামালা, কবিতা আবৃত্তি ছাড়াও কবির বর্ণাঢ্য কর্মজীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করা হয়।

শব্দায়নের পরিচালক জসীম উদ্দিন বকুল, রামু উপ কেন্দ্রের উপ পরিচালক মানসী বড়ুয়া ও সহকারী পরিচালক জ্যোৎস্না ইয়াসমিনের ত্রয়ী পরিবেশনা “বিদ্রোহী” কবিতার আবৃত্তি ও পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। একাডেমীর সহকারী পরিচালক মিনহাজ চৌধুরীর সঞ্চালনায় আয়জনের প্রধান অতিথি ছিলেন কবি আবুল কালাম আজাদ এডভোকেট, আলোচনা করেন শব্দায়নের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম বকসী, অধ্যাপক মকবুল আহমেদ, কলামিস্ট বিশ্বজিৎ সেন, জ্যেষ্ঠ সংগীত শিল্পী প্রবীর কুমার বড়ুয়া, নাট্যজন বাবুল পাল। সংগীত পরিবেশ করেন প্রবীর কুমার বড়ুয়া, মানসী বড়ুয়া, প্রশিক্ষক নাইজিন হুদা প্রমি, আফিয়া শামা বৃন্তা, মৃত্তিকা, সাবিদ বিন শাহ। আবৃত্তি করেন প্রশিক্ষক রুমানা আক্তার রুমা, তবলায় ছিলেন সুজন। ব্যবস্থাপনায় ছিলেন সহকারী পরিচালক গিয়াস উদ্দিন মিলন, নির্বাহী সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম, শিক্ষার্থী মনজুরুল ইসলাম এবং ফারিয়া বিনতে রশিদ রূপা।