বিশেষ প্রতিবেদক
গ্রামীন ব্যাংক কর্মচারী সমিতি কক্সবাজার জোনের শাখা পর্যায়ে প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।
২৫ মে কক্সবাজার জোনের অধীনে কক্সবাজার, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, উখিয়া, সাতকানিয়া ও বাঁশখালী এরিয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতি শাখার ভোটাররা নির্ধারিত ফরমে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে।
এরিয়াভিত্তিক নির্বাচিত প্রতিনিধিরা হচ্ছেন:
কক্সবাজার এরিয়া:
বদিউল আলম (বাইশারী শাখা), নয়ন বড়–য়া (রামুর কচ্ছপিয়া শাখা) আলা উদ্দিন (ফঁতেখারকুল শাখা), আব্দুস সালাম (জুয়ারিয়া নালা শাখা), মুহাম্মদ আমাদুল হক (ঝিলংজা শাখা), মুহাম্মদ উল্লাহ (খুরুশকুল শাখা), মুহাম্মদ রাসেল (ঈদগাঁও শাখা), আব্দুল গফুর (চৌফলদন্ডি শাখা)।
চকরিয়া এরিয়া:
আব্দুল আলীম (লামা শাখা), কল্লোল চৌধুরী (আলী কদম শাখা), মুহাম্মদ নাজের (খুটাখালী শাখা), তাইফুর আলম (ডুলাহাজারা শাখা), তারেকুল করিম (ফাঁসিয়াখালী শাখা), শওকত আকবর (চিরিঙ্গা শাখা), রাজন দাশ (কাকারা শাখা), সুষ্মিতা দে (পশ্চিম বড় ভেওলা শাখা)।
পেকুয়া এরিয়া:
মুহাম্মদ আকতার হোসেন (দক্ষিণ ধুরুং শাখা), শিমুল দাশ (বড়ঘোপ শাখা), শংকর মল্লিক (মগনামা শাখা), অভিষেক মহাজন (পেকুয়া শাখা), আকবর আহমদ (বরইতলী শাখা), মুহাম্মদ ইব্রাহিম (বেতুয়াবাজার শাখা), মু. ইলিয়াছ (হারবাং শাখা), উত্তম মল্লিক (আজিজ নগর শাখা)।
মহেশখালী এরিয়া:
মু. হান্নান (কালারমারছড়া শাখা), রূপন কান্তি দে (হোয়ানক শাখা), আকতার হোসাইন (বড় মহেশখালী শাখা), সাইফুল ইসলাম (মাতারবাড়ী শাখা), অসীম কুমার দত্ত (শাপলাপুর শাখা), মহিউদ্দিন (কুতুবজুম শাখা)।
উখিয়া এরিয়া:
কফিল উদ্দিন (রাজাপালং শাখা), আরিফুল ইসলাম (রতœাপালং শাখা), দয়াল বাবু (পালংখালী শাখা), মো. ইসমাঈল (হ্নীলা শাখা), অংসা সিং টেকনাফ শাখা), মুহাম্মদ হানিফ (সাবরাং শাখা), মু. ফরিদ উদ্দিন (হোয়াইক্যং শাখা)। ধেচুয়াপালং শাখার ফলাফল স্থগিত।
সাতকানিয়া এরিয়া:
মুহাম্মদ সুয়াইব (পদুয়া শাখা), নয়ন কান্তি দে (বাজালিয়া শাখা), সুমন বড়–য়া ( ডেমশা শাখা), মুহাম্মদ জসিম (কাদিনা শাখা), মু. শুয়াইব (সোনাকানিয়া শাখা), মু. সিরাজ (আধুনগর শাখা), নজরুল ইসলাম (চরম্বা শাখা), কাঞ্চন নাথ (সরাইমা শাখা), অমর বাবু শর্মা (কালিয়াইশ শাখা), মু. আলমগীর (কলাউজান শাখা), প্রেম কুমার (পুটিবিলা শাখা)।
বাঁশখালী এরিয়া:
শাহিদুর রহমান (জলদি শাখা), দিদারুল আলম (বাহারছড়া শাখা), টিটব পাল (সাধনপুর শাখা), সিন্দু রানী পাল (পুকুরিয়া শাখা), নাজিম উদ্দিন (কালিপুর শাখা) মুহাম্মদ জালাল (সরল শাখা), শাহাদত হোসাইন (বইলছড়ি শাখা), সজল দাশ গুপ্ত (পুঁইছড়ি শাখা), মিশকাতুল জান্নাত মিতু (শখেরখিল শাখা)।
এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ব্যাংকের জিএম বেলায়েত হোসাইন। রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন হরি হর চন্দ। এছাড়া প্রত্যেক শাখা ব্যবস্থাপক ছিলেন সহকারী রিটার্নিং অফিসার। ২৪ মে প্রার্থীদের মাঝে নির্ধারিত ফরম বিতরণ করা হয়। ২৫ মে গোপন ভোটে প্রতিনিধি নির্বাচিত করা হয়।