প্রেস বিজ্ঞপ্তি :

ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসি ব্যাংক) কক্সবাজার শাখার উদ্যোগে অদ্য/গত ২৩শে মে, ২০১৭ ইং তারিখ কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয় মিলনাতয়নে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন’২০১৭ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন নবম শ্রেণির ছাত্র আশরাফুল হক নাঈম। স্কুলের সহকারী শিক্ষক জনাব মোক্তার আহমেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক লিঃ, কক্সবাজার শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ নুরুল আবছার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষা ও আইসিটি, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জনাব রাম মোহন সেন । স্কুল ব্যাংকিং এর আওতায় হিসাব খোলার বিভিন্ন সুবিধা নিয়ে বক্তব্য রাখেন ব্যাংকের কর্মকর্তা জনাব মোহাম্মদ হাসান মাহমুদ চৌধুরী। স্কুল কতৃপক্ষের পক্ষ হতে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক, জনাব মোঃ নাজেম উদ্দীন, সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ জসিম উদ্দীন, জনাব আব্দুর রহিম সিকদার প্রমুখ । সভাপতি মোহাম্মদ নুরুল আবছার অনুষ্টান সফল করায় স্কুল কতৃপক্ষ এবং অংশগ্রহনকারী ছাত্রদেরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সবাইকে স্কুল ব্যাংকিং এর আওতায় হিসাব খোলার মাধ্যমে ব্যাংকের আকর্ষনীয় সুযোগ সুবিধা গ্রহন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের মানষিকতা গড়ে তোলার আহবান জানান।