হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফে ৩ কোটি টাকা মুল্যের ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক করেছে বিজিবি। সেই সাথে একখানা নৌকা জব্দ করা হয়েছে। আটক মিয়ানমার নাগরিক আকিয়াব জেলার মংডু থানার ডেইলপাড়া গ্রামের মৃত সৈয়দ আলমের পুত্র দুস মোহাম্মদ (৩৫)। এ ব্যাপারে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। মিয়ানমার হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ এবং নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে টেকনাফ মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ এবং আটককৃত নৌকাটি সিজারের মাধ্যমে হৃীলা শুল্ক গুদামে জমা করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবি অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক আবু রাসেল সিদ্দিকী অভিযানের সত্যতা নিশ্চিত করে ২০ মে রাতে জানান ‘২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির নম্বর-৬১৩২৫ নায়েক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ১৯ মে বিকালে দেড় নম্বর স্লুইচ গেইট এলাকায় নিয়মিত টহলে গমন করে। বর্ণিত স্থানে অবস্থানকালীন টহলদল সোর্সের মাধ্যমে জানতে পারে উক্ত এলাকা দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ২০ মে ভোর রাত ৪.৩০ ঘটিকার সময় একটি হস্তচালিত নৌকা মায়ানমার হতে শুন্য রেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। এমতাবস্থায় ইয়াবা পাচারকারীরা তাদের নৌকাটি দ্রুত নাফ নদীর কিনারায় এনে নৌকা থেকে নেমে কেওড়া বাগানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহলদল তাদেরকে ধাওয়া করতঃ অক্লান্ত পরিশ্রম করে দুস মোহাম্মদকে আটক করতে সক্ষম হলেও আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ইয়াবা পাচারকারী পালিয়ে যায়। অতঃপর আটককৃত মায়ানমারের ইয়াবা পাচারকারীর হাতে থাকা প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে ২ কোটি ৯৮ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা মূল্যমানের ৯৯ হাজার ৬৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে অজ্ঞাতনামা আসামীদের যোগসাজসে উক্ত ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। ধৃত এবং অজ্ঞাতনামা আসামীগণ মায়ানমার হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ এবং নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও আটককৃত নৌকাটি সিজারের মাধ্যমে হৃীলা শুল্ক গুদামে জমা করা হয়েছে’।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।