অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে রবিবার সারাদেশে বিক্ষোভ ডেকেছে যুবদল।
যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিক্ষোভের ডাক দেন।
শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। কার্যালয়টিতে রাষ্ট্রবিরোধী কোনো নথিপত্র আছে কি না, সে বিষয়ে আদালতের পরোয়ানা থাকায় সেখানে তল্লাশি চালানো হয়েছে বলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক জানিয়েছিলেন। তবে দুই ঘণ্টা তল্লাশি চালালেও সেখানে কিছুই পায়নি পুলিশ।
দলের কাউকে না জানিয়ে হঠাৎ পুলিশ তল্লাশি চালিয়েছে বলে দাবি করেছে বিএনপি কয়েকজন নেতা। অভিযানের সময় কার্যালয় পরিদর্শনে আসা দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপিকে বিপর্যস্ত করতেই গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। তল্লাশির পর পুলিশের পক্ষ থেকে জানানো হয় দুই ঘণ্টার অভিযানে কার্যালয়ে কিছুই পায়নি তারা।
দলের চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদ জানাতে রবিবার সারাদেশে বিক্ষোভের ডাক দেয়া যুবদল।
রবিবার সারাদেশে বিক্ষোভ ডেকেছে যুবদল
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।