কুতুবদিয়া সংবাদদাতা:

নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি দ্বীপ কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী গ্রামের মনজুর আলমের বাকপ্রতিবন্ধি কন্যা জেনি আক্তারের (১১)। গত ১৪ মে (রবিবার) ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি জেনি। এদিকে কুতুবদিয়াসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে কোথাও না পেয়ে জেনি আক্তারের অসহায় দিন মজুর পিতা মনজুর আলম ও মাতা নুরুন্নাহার কন্যা হারানোর শোকে প্রলাপ বকছেন। ঘর থেকে বের হওয়ার সময় শ্যামলা রঙের বোবা মেয়েটির গায়ে পাতা রঙের বুটিক লাগানো পোশাক ও পরনে কালো রঙের স্কিন পেন্ট ছিল বলে জানিয়েছে অসহায় পিতা-মাতা। কোন হৃদয়বান ব্যক্তি মেয়েটির খোঁজ পেয়ে থাকলে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে অসহায় মনজুর আলম। ০১৮৪৫-৯৫২৬৫৩-পিতা/০১৮৫৩০২৩৯১৭-চাচা/০১৮৫৬৭৬৭১৬১-মামা।