একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বগুড়া জেলার বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার (৬৫) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করেন। প্রায় দেড়বছর আগে এ মামলার তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আলতাফুর রহমান।
আসামি গ্রেফতারের বিষয়ে ট্রাইব্যুনালে একটি আবেদন ও এর শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল। তিনি সাংবাদিকদের বলেন, ‘আসামির বিরুদ্ধে একাত্তরে হত্যা ও গণহত্যার প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে।’
উল্লেখ্য, এ মামলার তদন্ত শুরু হয় ২০১৬ সালের জানুয়ারি মাসে।