হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ

‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নার্স এক নেতৃত্বেদানকারী কন্ঠস্বর’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো টেকনাফে পালিত হয়েছে ‘আর্ন্তজাতিক নার্সেস দিবস’। আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে শুক্রবার ১২ মে সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বড়–য়া।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বড়–য়া। মেডিকেল অফিসার ডাঃ টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাঃ এনামুল হক, ডাঃ প্রনয় রুদ্র, ডাঃ ইসমাইল আলম আজাদ, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা, সাংবাদিক গিয়াস উদ্দিন, ওসিসির সুব্রত সরকার, নিজাম উদ্দিন, নার্স ইসমত আরা, সিটি গোমেজ, অর্পিতা গোমেজ, ডেজি চাকমা, বিটনী ত্রিপুরা, টিনা গোমেজ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র স্টাপ নার্স কাজলী বড়–য়া। সভা শেষে পৃথিবীর ইতিহাসে চিকিৎসা সেবা কার্যক্রমের পথিকৃত নার্সেস প্রথার প্রথম ও প্রধান উদ্যোক্তা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ১৯৭ তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। ##