বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সদস্য, বিশিষ্ট ফটোসাংবাদিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসের তথ্য-ফটোগ্রাফি শাখার ফটোগ্রাফার (চুক্তিভিত্তিক) দেব প্রসাদ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২ নং ওয়ার্ডের সিসিইউতে ১২ নং বেডে চিকিৎসাধীন আছেন। গতকাল ১০ মে ২০১৭ তারিখ বিকেল ৪টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী তাকে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। উপাচার্য দেব প্রসাদ দাস-এর শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁর সুচিকিৎসার ব্যাপারে দায়িত্বরত চিকিৎকবৃন্দের সাথে আলোচনা করেন। তিনি জনাব দেবু’র আশু রোগমুক্তি কামনা করেন। এ সময় দেবু’র স্ত্রী, কন্যা ও চ.বি. তথ্য-ফটোগ্রাফি শাখার সহকারী রেজিস্ট্রার (ফটোগ্রাফি) খন্দকার মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।