সংবাদদাতা:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকায় ব্যাপক গণসংযোগ ও সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রভাবশালী সদস্য আলহাজ্ব মো: মোহিবুল্লাহ।
শুক্রবার বাদে জুমা ইউনিয়নের দক্ষিণ মগডেইল নতুন পুকুর জামে মসজিদ প্রাঙ্গণে তিনি মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় জাপা নেতা মোহিবুল্লাহ এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, মাতারবাড়ী শুধু বাংলাদেশ নয়, এই এলাকা পুরো বিশ্বে পরিচিত হয়ে ওঠছে। কয়লা বিদ্যুৎ প্রকল্প মাতারবাড়ীকে আরেক ধাপ এগিয়ে দিয়েছে।
তিনি বলেন, এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে পারলে এলাকা আরো বেশী সমৃদ্ধ হবে। ভাগ্য পরিবর্তন হবে এলাকাবাসীর। মতবিনিময়কালে তিনি কয়লা বিদ্যুৎ প্রকল্পে স্থানীয় শ্রমিকদের প্রাধান্য দেয়ার দাবী জানান।
এসময় এলাকাবাসীর তার কথার সাথে ঐক্যমত পোষণ করেন এবং আগামী দিনে তার যোগ্য নেতৃত্বে দ্বীপের উন্নয়নে কাজ করবেন বলে জানান।
মতবিনিময়কালে এলাকাবাসী কয়লা বিদ্যুৎ প্রকল্পে উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীণ মুরব্বী মাওলানা আবুল হোসেন, কামাল হোসেন, মাতারবাড়ীর বাসিন্দা ও জাতীয় পার্টি জেলা কমিটির সদস্য আরব আলী, মুহাম্মদ মুসলেম, ইউনিয়ন সভাপতি সালাহ উদ্দিন কাদের রাজা, সাধারণ সম্পাদক মোস্তাকিম জনি, যুব সংহতি সভাপতি জয়নাল আবেদীন, ইউনিয়ন জাপা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মানিক উদ্দিন, মীর কাশেম, ছাত্রসমাজের ইউনিয়ন সভাপতি আলতাফ উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আদালত খান, সাংগঠনিক সম্পাদক তারেক হোসাইন, ৭ নং ওয়ার্ড জাপা সভাপতি জাকের হোসেন, ৯ নং ওয়ার্ড জাপা রুহুল কাদের, জাপা নেতা কামাল হোসেন, নুরুল আলম, ছাত্রসমাজ নেতা রাসেল কান্তি প্রমুখ।
এর আগে জাপা নেতা মোহিব্বুল্লাহকে চালিয়াতলী মাতারবাড়ী এলাকায় মোটর শুভাযাত্রার মাধ্যমে বরণ করা হয়।
জাপা নেতা আলহাজ্ব  মো: মোহিবুল্লাহর সফর সঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির মহেশখালী উপজেলা সভাপতি আলহাজ্ব আজিজুল হক, সিনিয়র সহ-সভাপতি আবুল বশর পারভেজ, জাপা নেতা ডাক্তার সোহেল, জাতীয় ছাত্রসমাজের জেলা আহবায়ক সুলতান মাহমুদ, যুগ্ম আহবায়ক আলী আকবর, সদস্যসচিব বেলাল উদ্দিন, কক্সবাজার সরকারী কলেজ সভাপতি ফখরুদ্দীন, পেকুয়া উপজেলা সভাপতি কাশেম বিন আরমান, ছাত্রসমাজ নেতা শিপন চৌধুরী, মোবারক হোসেন জয়, শাপলাপুর জাপার মোস্তাক আহমদ, নুরুল আমিন, মোকতার আহমদ, ধলঘাটা যুব সংহতির আহবায়ক মোকছুল আমিন মাসুদ, শফিউল্লাহ, আক্কাস, শেকাপ উদ্দিন ও বিজয় শীল।
মতবিনিময় সভা শেষে মগডেইল, দক্ষিণ মগডেইল, পুরানবাজার, নতুন বাজার, রাজঘাট, ফুলজান মোরাসহ ইউনিনের বেশ কয়েকটি স্থানে গণসংযোগ করেন। এসময় এলাকাবাসীর ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
বিকাল সাড়ে ৬টার দিকে মাতারবাড়ী আইডিয়াল স্কুল মাঠে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন এলাকার জনগন উপস্থিত ছিলেন।  সেখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দিনব্যাপী গণসংযোগের সমাপ্তি ঘোষণা করা হয়।
পৃথক গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন