কনক বড়ুয়া, উখিয়া (কক্সবাজার) :
বৃহত্তর দক্ষিন চট্টলার পর্যটন নগরী কক্সবাজারের উখিয়ায় সদ্য অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমায় সর্বপ্রথম রক্ত দানের মধ্য দিয়ে রক্ত দান কর্মসূচি উদ্বোধন করলেন বিশ্বজ্যোতি মিশন কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্টাতা, উখিয়া জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামন প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্টাতা, বাংলাদেশ বৌদ্ধ সমাজের এক সুপরিচিত সুদেশক বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথের মহোদয়।

১০ই এপ্রিল বুধবার উখিয়ায় অনুষ্ঠিত মহান বুদ্ধ পূর্ণিমায় পূজনীয় ভান্তে মহোদয় এই পূণ্যময় কাজের উদ্বোধন করেন। জগতের সকল প্রাণীর মঙ্গলার্থে এবং বঙ্গীয় বৌদ্ধ সমাজে ধর্মের ফুল ফুটাতে নিয়মিত ধর্ম প্রচার করে যাচ্ছেন পূজনীয় কুশলায়ন ভান্তে মহোদয়।