আবদুল মজিদ, চকরিয়া:

জাতীয় পার্টি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ৮ মে বিকাল ৩টায় কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির নেতা দেলোয়ার হোছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি জননেতা আলহাজ¦ মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক, জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা, সম্মেলনের উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ মোহাম্মদ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: সিরাজুল ইসলাম, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাপা নেতা নুরুল আমিন, মাতামুহুরী উপজেলা জাপা সভাপতি টিপু সোলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌরসভা জাপার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, চকরিয়া উপজেলা মহিলা পার্টির সভাপতি জোসনা আক্তার, এমপির একান্ত সহকারী নাজিম উদ্দিন, পৌরসভা মহিলা পার্টির সাধারণ সম্পাদক সজরুন্নাহার বুলু, চিরিংগা ইউনিয়ন সভাপতি মোজাম্মেল, শ্রমিক পার্টির সভাপতি মো: রুবেল, হারবাং ইউনিয়ন জাতীয় পার্টির নজির আহমদ, ডা: ফিরোজ, জাপা নেতা মৌলভী আইয়ুব জিহাদী, পৌর ৭নং ওয়ার্ড সভাপতি মো: কাসেম, ডুলাহাজারা ইউনিয়ন সাধারণ সম্পাদক মুমিনুল হক, কৈয়ারবিল ইউনিয়ন জাতীয় পার্টির নেতা বেলাল উদ্দিন, সাজেদুল ইসলাম মোরসেল, মুজিব, সৈয়দ আহমদ, মো: ইলিয়াছ, রিয়াদ, মনজুর, নোমান, আরমান সহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলনে চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ হাজী জননেতা হাজী মো: ইলিয়াছ এর হাতকে শক্তিশালী করতে চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক কৈয়ারবিল ইউনিয়ন জাতীয় পার্টির নিন্মোক্ত কমিটি অনুমোদন করেন। কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি নাছির উদ্দিন, সিনিয়র সহসভাপতি ডা: নাছির উদ্দিন, সহসভাপতি মো: ইলিয়াছ ও বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো: দিদারুল হক দিদার, সি:যুগ্ম সম্পাদক মো: জকরিয়া, যুগ্ম সম্পাদক মো: সাঈদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হকসহ ৫১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। একই সাথে কৈয়ারবিল ইউনিয়ন যুব সংহতি, কৃষক পার্টি, ছাত্র সমাজ, মহিলা জাতীয় পার্টির কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত উক্ত কমিটি সমূহকে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মো: এরশাদকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ কাজ চালিয়ে যাওয়ার আহবান জানানো হয়েছে।