বার্তা পরিবেশক:

পৃথিবীর বুকে বাংলাদেশ নামের দেশ যতদিন থাকবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ততদিন আমাদের মধ্যে বেঁচে থাকবেন। তিনি তাঁর সৃষ্ট সাহিত্যকর্ম নিয়েই আমাদের মাঝে বেঁচে থাকবেন। রবীন্দ্রনাথকে ছাড়া বাংলা সাহিত্য চিন্তা করা যায় না। তিনি চীর জাগরুক আমাদের বাংলা, বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে। বাংলা সাহিত্য, সংস্কৃতি, শিল্প, কৃষ্টির প্রতিটি নদী-উপনদী তাঁকে ছাড়া অচল। শুধু সাহিত্য চর্চা নয়, শাসক-শোষকের নির্যাতনের প্রতিবাদে প্রাপ্ত খেতাব (নাইট) ত্যাগ করে তিনি উদাহরণ সৃষ্টিকারী, আমাদের প্রেরণা, আমাদের শেকড়, আমাদের আশ্রয়। তাইতো আমরা বিপদে-সংকটে, আনন্দ-উৎসবে, উত্থানে-পতনে, প্রতিবাদে-প্রতিরোধে-বিজয়ে রবিঠাকুরের স্মরণ নেই।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে কক্সবাজার সাহিত্য একাডেমী আয়োজিত অনুষ্ঠানে বক্তাগণ এসব কথা কলেন।

আজ ৮ মে ২০১৭ সোমবার বিকালে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বক্তাগণ আরো বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র বাঙালি যিনি বাংলা সাহিত্যের জন্য নোবেল জয় করেছেন। সে সময় তিনিই ছিলেন এশিয়া মহাদেশের একমাত্র নোবেল জয়ী।

বক্তাগণ আরো বলেন, রবীন্দ্রনাথকে জানতে হলো তঁকে বেশি বেশি চর্চা করতে হবে, তাঁকে পাঠ করতে হবে।

একাডেমীর সভাপতি লোকগবেষক মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, কবিতা, গল্প, উপন্যাস, ছোট গ্রল্প, ভ্রমন কাহিনী, হাজারো গানসহ সাহিত্যের প্রতিটি পরতে পরতে তাঁর বিচরণ। তাঁর সৃষ্টিকর্মকে লালন করে আগামী প্রজন্মকে এগিয়ে যাওয়া আহবান জানান বক্তারা।

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিত উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন যথাক্রমে শিক্ষাবিদ পিটিআইর প্রাক্তন সুপার রাজবিহারী চৌধুরী, মূল্যায়ণ সম্পাদক কবি অমিত চৌধুরী,একাডেমীর স্থায়ী পরিষদ সদস্য গবেষক নুরুল আজিজ চৌধুরী, একাডেমীর সহ-সভাপতি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছড়াকার মো. নাছির উদ্দিন, একাডেমীর জীন সদস্য কক্সবাজার আদর্শ মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার আরবি বিভাগের প্রভাষক ড. মোহাম্মদ নূরুল আবছার।

কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন একাডেমীর নির্বাহী সদস্য নাইক্ষ্যংছড়ি হাজী আবুল কালাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হাসান আহমদ সোবহানী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমীর অর্থ সচিব কবি মোহাম্মদ আমিরুদ্দীন, সহকারী সাধারণ সম্পাদক ছড়াকার জহির ইসলাম, কোয়ান্টামের কক্সবাজারের সমন্বয়কারী মোহাম্মদ রফিকুল ইসলাম।

একাডেমীর ৩৮৯ তম পাক্ষিক সাহিত্য আসর আগামী ১৯ মে শুক্রবার বিকাল ৪টায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এবারের আসরে এডভোকেট কবি মনজুরুল ইসলামের সদ্য প্রকাশিত কাব্য ফলকহীন বধ্যভূমির উপর আলোচনা। উক্ত অনুষ্ঠানে সাহিত্য একাডেমীর সংশিষ্ট সকলসহ জেলার কবি-সাহিত্যিক, সাহিত্যামোদিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল আহবান জানিয়েছেন।