সোয়েব সাঈদ, রামু:
গত শনিবার (৬ মে) কক্সবাজারে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সমাবেশে অংশ নিতে গিয়ে আর বাড়িতে ফিরেনি রামুর যুবক ফরিদ আলম। তিনি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী এলাকার সোনা মিয়ার ছেলে। বাড়িতে না ফেরায় ফরিদ আলমের বাবা-মা সহ স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।
বাবা সোনা মিয়া ও মা আয়েশা বেগমের সাথে কথা বলে জানা গেছে, নিখোঁজ ছেলে ফরিদ আলম (২২) আওয়ামীলীগের একনিষ্ঠ সমর্থক ছিলো। তিনি বাবার সাথে কৃষি কাজ করতেন। গত ৬ মে সকাল নয়টার দিকে ফরিদ আলম বাড়ি থেকে বের হন। পরে স্থানীয়দের সাথে ট্রাকে করে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামীলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশে যান। ওইদিন বিকালে এলাকার অন্যান্যরা ফিরে এলে ফরিদ আলম বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে বিভিন্নস্থানে খোঁজাখুছি করে। কিন্তু এখনো তার সন্ধান মিলেনি।
বাবা সোনা মিয়া জানিয়েছেন, বাড়ি থেকে বের হওয়ার সময় ফরিদ আলমের পরনে সাদা শার্ট ও লুঙ্গি ছিলো। ছেলের সন্ধান পেলে মোবাইল ফোনে (নং ০১৮৪৬-৯৫২৪৫৬) যোগাযোগ করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।