শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও
কক্সবাজার সদরের চৌফদন্ডীর এক নারী ৪ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক হয়েছে। ৭ মে সকাল সাড়ে ৭টায় তাকে আটক করা হয়। আটককৃত নারী ইউনিয়নের পূর্ব হিন্দু পাড়ার হলেও তার বর্তমান ঠিকানা খুরুষ্কুল হিন্দু পাড়ার পিত্রালয়ে। চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানার ওসি মোঃ আলমগীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই রুপম চৌধুরী সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সিটি গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। ঐদিন সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে তদন্তকারী অফিসার রুপম চৌধুরী জানিয়েছে। তার আটকের খবরে ইয়াবাগুলোর প্রকৃত মালিক চৌফলদন্ডীর এক জনপ্রতিনিধি ও কক্সবাজারের নারায়ন দে নামের সিন্ডিকেটের বলে চাউর হয়েছে। সে ইয়াবাগুলো টাকার বিনিময়ে পাচার করে আসছিল বলে জানা গেছে। উল্লেখ্য, ২ মাসের ব্যবধানে চৌফলদন্ডী থেকে বিশাল বিশাল ইয়াবার চালান পাচার করতে গিয়ে বিএনপি নেতাসহ আরো অনেকেই আটক হয়েছে। এমনকি গত মাসে চৌফলদন্ডী থেকে মাছের খাদ্যবাহী (গুড়ি) পাচারের সময় লক্ষাধিক পিস ইয়াবা ঢাকায় জব্দ হয়েছিল বলে জানা গেলেও প্রকৃত মালিক পাওয়া যায়নি। তখনও লোকমুখে প্রচার হয়ে আসছিল ঐ ইয়াবাগুলো স্থানীয় জনৈক জনপ্রতিনিধির। তথ্য অনুসন্ধানে জানা গেছে, মায়ানমারে অবস্থানরত কেভা রাখাইন প্রকাশ কিউবা নামের চৌফলদন্ডীর এক ব্যক্তি প্রতিনিয়ত বিশাল বিশাল ইয়াবার চালান ট্রলার যোগে সাগরপথে চৌফলদন্ডীতে এনে এক জনপ্রতিনিধির মাধ্যমে সারাদেশে পাচার করে আসছে। স্থানীয়রা সরকারের বিভিন্ন দপ্তরের কাছে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং নজরদারী বাড়ানোর জন্য হস্তক্ষেপ কামনা করেন।