সংবাদ বিজ্ঞপ্তি
আমরা জাতি হিসাবে পরিচিত ভাতে মাছে বাঙালী। মাছ হচ্ছে, আমাদের প্রিয় খাদ্য। সিংহভাগ মাছের চাহিদা পূরণ করে সমূদ্র থেকে। বিভিন্ন প্রজতীর মাছ সমূদ্র থেকে আহরিত হয়। এটি হচ্ছে, সৃষ্টিকর্তার অপুরান্ত নেয়ামত। জনসংখ্যা তুলনায় মৎস্য স¤পদ অপ্রতুল। প্রকৃতির এ নেয়ামতের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। সমূদ্রে মৎস্য আহরণ করতে গিয়ে নির্বিচারে মৎস্য আহরন করতে পারবে না। তার জন্য এর নীতিমালা প্রনীত রয়েছে। উপযোগী মাছ আহরণ করতে গিয়ে অন্যান্য ছোট জাতীয় মাছ মেরে ফেলতে পারবনা। গত ৭ মে ১১ টায় টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট সংগ্ন এক মৎস্যজীবি অবতরন প্রতিষ্ঠানে দায়িত্বশীল মৎস্য আহরন আচরণ বিধি (সি,সি,আর,এফ) ফিশিং প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক এম,আই গোলদার উপরোক্ত কথাগুলো বলেন। চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিদর্শক মঞ্জুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত মৎস্যজীবি জেলেদের উদ্দেশ্যে প্রশিক্ষণ কোর্সে বক্তব্য রাখেন, সামুদ্রিক মৎস্য দপ্তরের বাণিজ্য অধিদপ্তরের প্রকৌশলী মোঃ বাহারুল ইসলাম, বি,এন, টি,সি টেকনাফ সহকারী, পরিচালক দীপক কুমার পাল, টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ইমরান হোসেন চৌং, সহকারী মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমূখ।