জাকের হোসাইন :
টেকনাফের হোয়াইক্যংয়ে সম্প্রতি ডিবি পুলিশ কর্তৃক ইয়াবা আটকের জের ধরে এলাকার চিহ্নিত মাদক পাচারকারীরা সন্দেহজনক এক নিরহ যুবককে তোলে নিয়ে মারধর পূর্বক অপহরণের একদিন পর অলিখিত ষ্টাম্প আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১১ এপ্রিল বিকাল ২ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জোয়ারিখোলা গ্রামে এ ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি ডিবি পুলিশ কর্তৃক হোয়াইক্যং এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পাচারেরর জন্য মজুদকৃত কিছু ইয়াবা ট্যাবলেট আটক করে। এ ঘটনার জের ধরে স্থানীয় চিহ্নিত মাদক ও ইয়াবা পাচারকারীরা স্থানীয় জোয়ারিখোলা গ্রামের আবদুর রশিদের পুত্র নিরহ মোঃ আলী (৩০) কে সন্দেহজনক ভাবে অপহরণ পূর্বক তোলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় ও ডিবি পুলিশকে তাদের অবৈধ ব্যবসার খবর ঐ যুবক ফাস করে দিয়েছে বলে ব্যাপক মারধর পূর্বক রক্তাক্ত জখম করে। এদিকে তার আত্মীয়স্বজন খোঁজাখুঁজি শুরু করলে অপহরণকারী হোয়াইক্যং হারাইংগা ঘোনা গ্রামের চিহ্নিত মাদক ও ইয়াবা পাচারকারী মোঃ ইসমাইলের পুত্র শাহাব উদ্দিন, আবুল কাশেমের পুত্র জালাল উদ্দিন ও মোঃ কালুর পুত্র আবু ছৈয়দের নেতৃত্বে আরো ৩/৪ জন অবৈধ অস্ত্রের মূখে রক্তাক্ত মোঃ আলীর নিকট থেকে জোর পূর্বক একটি অলিখিত ষ্টাম্প নিয়ে অপহরণের পর দিন তাকে রাস্তার উপর ফেলে চলে যায়। আহত অবস্থায় মোঃ আলীকে উদ্ধার করে লোকজন স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মোঃ আলী বাদী হয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে অভিযোগ করার প্রস্তুতি নিয়ে মাদক পাচারকারীদের জানে মেরে ফেলার হুমকির মূখে আইনগত ব্যবস্থা নেওয়ার সাহস পাচ্ছেনা বলে অভিযোগে জানা যায়। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তোজনা বিরাজ করছে। এভাবে উখিয়া-টেকনাফের সর্বত্র আনাচে কানাচে চলছে মাদক ও ইয়াবা পাচারকারীদের রাম রাজত্ব।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।