কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও প্রাণকেন্দ্রে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সন্নিকটে অবস্থিত ঐতিহাসিক শতবর্ষীয় হাঁসের দীঘি রক্ষার দাবীতে গণস্বাক্ষর অভিযান সম্পন্ন করেছে ইদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলন নামের একটি সামাজিক সংগঠন। শুক্রবার ২৮ এপ্রিল বাদে জুমা ঈদগাঁও বাজারস্হ ফোরস্টার সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে ইসলামাবাদ হাসেঁর দীঘি বাঁচার দাবীতে গণস্বাক্ষরতা কর্মসূচি পালন করেছে ।
গণস্বাক্ষরতা অভিযান উদ্বোধন করেন কক্সবাজার সরকারী কলেজের সহকারী অধ্যাপক মো:সুলতান আহমদ, উপস্হিত ছিলেন ইদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের সভাপতি কাফি আনোয়ার, মিডল কক্স ইউনাটেডের নেতা হাসান তারেক, ইদগাঁহ রিপোর্টাস সোসাইটি সভাপতি এম,আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত,সদস্য এইচ,এম রুস্তম আলী,মো: রফিক উদ্দিন লিটন,ব্যবসায়ী হামিদুল হক,রাসেল,এম নুরুল আবচার, চিত্রশিল্পী নুরুল হুদা বাহারি,ছাত্রনেতা ইব্রাহিম খলিল, সোহেল, ছৈয়দ নুর, ঘটক আবদু শুক্কুর, সহ মুসল্লি, শিক্ষার্থি ও এলাকার বিপুল সংখ্যক লোকজন। সুত্রে জানাগেছে, শতাব্দীর ঐতিহ্য বুকে নিয়ে হাঁসের দীঘি বৃহত্তর ঈদগাঁও’র লোকসংস্কৃতিকে ধারণ করে মাতৃস্নেহের মতো এতদাঞ্চলের পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজনন ও অভয়ারণ্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি স্থানীয় জনসাধারণের প্রাত্যহিক জীবনের তাগিদ মিটিয়ে আসছে বর্তমানে হাঁসের দীঘির উত্তর অংশ থেকে পুরো দীঘির দুই-তৃতীয়াংশ ইতোমধ্যেই ভরাট করে ফেলেছে। ভরাটকৃত জমির উপর কলাগাছ’সহ বিভিন্ন রকমের ফলজ বৃক্ষ রোপন করে আবাদী জমিতে পরিণত করেছে । দীঘির বাকী অংশটিও ভরাটের জন্য পানির সেচ করে শুকিয়ে ফেলা হয়েছে। দীঘিটি আপাত দৃষ্টিতে মনে হবে ধু ধু প্রান্তর। গত ২১ এপ্রিল শুক্রবার বাদে জুমা হাঁসের দীঘি সংলগ্ন এই সমাজিক সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পরবর্তিতে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর কর্তৃক অভিযোক্ত কউক সদস্যকে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। সেই ধারাবাহিকতার আলোকে এই গণস্বাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত হয়। এই অান্দোলন অব্যাহত থাকবে বলে জানান কাফি আনোয়ার।
ইদগাঁহ হাঁসেরদীঘি রক্ষার দাবীতে গণ স্বাক্ষর অভিযান
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।