প্রেস বিজ্ঞপ্তি :

৬ই মে ২০১৭ইং শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, কক্সবাজার শুভআগমন করবেন এবং বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখা আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্ব ভাষণ প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার এক বিশেষ বর্ধিত সভা সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সায়মন সরওয়ার কমল এম.পি, আশেক উল্লাহ রফিক এম.পি, এড. ফরিদুল ইসলাম চৌধুরী, রাজা শাহ আলম চৌধুরী, জাফর আলম চৌধুরী, রেজাউল করিম, মাহবুবুর রহমান (মেয়র), কমর উদ্দিন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, রামু উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, পেকুয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুল কাসেম, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম, চকরিয়া পৌর আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম লিটু, জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম, যুব মহিলা লীগ সভানেত্রী বেগম আয়েশা সিরাজ, জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহমদ জয়। সভায় নেতৃবৃন্দরা বলেন-জননেত্রী শেখ হাসিনা বর্তমানে শুধু মাত্র বাংলাদেশের নেত্রী নন, তিনি বিশ্বের একজন প্রভাবশালী নেত্রী। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে, সর্বদিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ অর্জন করেছে। বাংলাদেশের মানুষ উন্নয়ন এবং শান্তির বলতে শেখ হাসিনার সরকারকে বুঝে, তার উন্নয়নের ধারাবাহিকতায় কক্সবাজারে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ সমাপ্ত হওয়ার পথে এবং অনেক গুলো মেঘা প্রকল্প বাস্তবায়নের হওয়ার পথে। তাই কক্সবাজারবাসী কৃতজ্ঞতার নির্দেশন স্বরুপ জননেত্রী শেখ হাসিনাকে স্বচক্ষে দেখতে চাই। নেতৃবৃন্দরা দৃঢ়ভাবে বলেন ৬ মে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা কক্সবাজারবাসী জন সমুদ্রে পরিণত করবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-এথিন রাখাইন, এড. আমজাদ হোসেন, আজিজুর রহমান বি.এ. এড. বদিউল আলম সিকদার, এড. আব্বাস উদ্দিন, শফিকুর রহমান কোম্পানী, খোরশেদ আলম চৌধুরী, এড. আয়াছুর রহমান, ইউনুছ বাঙ্গালী, ইঞ্জিনিয়ার বদিউল আলম, নুসরাত জাহান মুন্নি, এস. এম. কামাল উদ্দিন, শফিকুল কাদের শফি, খালেদ মাহমুদ, কাজী মোস্তাক আহমদ শামীম, এড. তাপস রক্ষিত, এম.এ. মঞ্জুর, আবু তাহের আজাদ, আবু হেনা মোস্তফা কামাল, এড. সুলতানুল আলম, এড. ফরিদুল আলম, রাশেদুল ইসলাম, আমিনুর রশিদ দুলাল, এ.টি.এম. জিয়া উদ্দিন জিয়া, বদরুল হাসান মিলকী, মকসুদ মিয়া, উম্মে কুলছুম মিনু, জি.এম. আবুল কাসেম, বাবু উজ্জ্বল কর সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগ, আতিক উদ্দিন সাধারণ সম্পাদক চৌধুরী পৌর আওয়ামী লীগ প্রমুখ।