মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের প্রাচীন বিদ্যাপীঠ সাতকানিয়া মডেল হাই স্কুলকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।  ২৬ এপ্রিল বুধবার দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ ফজলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান, প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহফুজ উন নবী খোকন, আওয়ামীলীগ নেতা রূপ কুমার নন্দী খোকন, আওয়ামীলীগ নেতা ও অভিভাবক আজম খাঁন, সাতকানিয়া পৌরসভার কাউন্সিলর মো. আলী. এনামুল হক, বিদ্যালয়ের সহকারী মৌলভী নুরুল আলম, সহকারী শিক্ষক এস এম নুরুল কবির চৌধুরী, সিরাজুল ইসলাম, মীর মাহমুদুল হাছান, ফরিদ আহমদ, সুপর্ণা চৌধুরী, শামীমা আকতার প্রমুখ।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ মানববন্ধন কর্মসূচির শেষের দিকে বিদ্যালয়ের সামনের সড়কে উপস্থিত হয়ে বিষয়টি সরকারের উর্ধ্বতন মহলকে জানানোর আশ্বাস দেন।