হাফিজুল ইসলাম চৌধুরী : 

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের পঞ্চম ব্যাচের ছাত্র জিয়াউদ্দিন ফয়সাল (২০) হত্যাকারিদের গ্রেপ্তার এবং গ্রেপ্তারকৃত আসামিদের ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী। সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসক মো.আলি হোসেন এবং পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনকে স্মারকলিপি দিয়ে এই দাবি জানানো হয়।

এর আগে সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড.আয়াছুর রহমান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার নাজিম উদ্দিন ছিদ্দিকী, আইন বিভাগ প্রধান নাঈম আলিমুল হায়দার, সহকারি রেজিস্ট্রার কুতুব উদ্দিন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. মো.আব্বাস, পিএমখালী ইউপির সাবেক চেয়ারম্যান মো.শহিদুল্লাহ, খাউয়ারকোপ ইউপির আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল আলম, সাংবাদিক বেদারুল আলম, রামু উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল কবির হেলাল, সাবেক সহসভাপতি হোছেন সোহেল, ফয়সালের বাবা নুরুল আনোয়ার, জেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মঈন উদ্দিন, ফতেখাঁরকুল ইউপির সদস্য মোবারক হোসাইন প্রমূখ।

ফয়সালের বাবা নুরুল আনোয়ার বলেন, ‘আমার ছেলে মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে খুন হয়েছে। আমি চাই বর্তমান তরুণ সমাজ মাদককে না বলতে শিখুক। মাদকের কারণে যেন আর কেউ সন্তান হারা না হয়।’

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী বলেন, ‘মাদকের ভয়াবহতা বাড়ছে। এই মরণনেশাকে আমাদের রুখতে হবে। তা না হলে তরুণ প্রজন্ম আলোর মূখ দেখবে না। জিয়াউদ্দিন ফয়সাল হত্যাকারিদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যকর হরা হউক।’

জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আর যেন কোন শিক্ষার্থী হামলা বা প্রাণনাশের স্বীকার না হন সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে। জিয়াউদ্দিন ফয়সালের হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে কক্সবাজার জেলা ছাত্রলীগ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। মাদক ব্যবসায়ীরা সাবধান হয়ে যান। জেলার অনেক শীর্ষ নেতাও মুখোশের আড়ালে ইয়াবা ব্যবসায় জড়িত। প্রমাণ পেলে ছাত্রলীগের নেতাকর্মীরা কাউকে ছাড় দিবে না।’

সূত্র মতে, গত ১৬ এপ্রিল (রোববার) রাতে কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালি গ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় জিয়াউদ্দিন ফয়সাল নৃশংসভাবে খুন হয়। এই হত্যাকান্ডের প্রতিবাদে ১৭ এপ্রিল মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

এদিকে পুলিশ অভিযান চালিয়ে রামু ও সদরের পিএমখালী এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করেছে। এরা হলেন, নুরুচ্ছফার ছেলে রেজাউল করিম (২০), আমান উল্লাহর ছেলে নুরুল হক (১৮), উশিউর রহমানের ছেলে রমজান (২২), আবছারের ছেলে শাহিন (২০), ইসহাকের ছেলে রুবেল (১৯) ও দুদু মিয়ার ছেলে মনি আলম (১৮)। তারা সবাই সদর উপজেলা পিএমখালী ইউনিয়নের মাছোয়াখালী এলাকার বাসিন্দা।

কক্সবাজার সদর থানায় সদ্য যোগদানকারি পরিদর্শক (ওসি, তদন্ত) কামরুল আজম বলেন, ‘হত্যাকান্ডের পরপরই অভিযান চালানো হয়েছে। অভিযানে রামু উপজেলার জোয়ারিয়ানালার ছিরামুরা থেকে তিনজন ও পিএমখালী থেকে তিনজনসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং হত্যাকান্ডে একটি ধারালো দা ও কয়েকটি লাঠি ব্যবহার করা হয়। অভিযানে এসবও উদ্ধার করা হয়।’