শফিক আজাদ, উখিয়া:
কক্সবাজার জেলার উখিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইমরান খান ও ছাত্রদল নেতা মো. আলমকে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার নারায়ণগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হলেও সোমবার সকালে এ তথ্য জানান উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের।
সূত্রে জানা যায়, ইয়াবার চালান নিয়ে ঢাকায় যাওয়ার জন্য শনিবার সন্ধায় যাত্রীবাহী বাসে করে ঢাকায় যাত্রা করে রবিবার নারায়ণগঞ্জ এলাকায় ভোররাতে গাড়ীটি পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাস্থ ডিবি পুলিশের একটি দল তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করে।
উপজেলার মৌলভী পাড়া গ্রামের মোবাশ্বরের ছেলে ইমরান উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং একই গ্রামের মো. আবছারের ছেলে মো. আলম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।