রফিকউদ্দীন লিটন,ঈদগাঁও:
কক্সবাজার সদরের বানিজ্যিক নগরী খ্যাত  বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের পাড়া মহল্লা থেকে আসা লোকজন ঈদগাঁও  বাজার এলাকায় যোগাযোগ ক্ষেত্রে নানা বিড়ম্বনার শিকার হচ্ছে। ব্যবসায়ী সহ সর্বশ্রেণি পেশার মানুষজন এখন কাঁদাজলের দূর্ভোগে বন্দি হয়ে পড়েছে। ঈদগাঁও বাসষ্টেশন থেকে বাজারের দক্ষিণ পার্শ্বস্থ তেলী পাড়া রাস্তার মাথা পর্যন্ত ডিসি সড়কের সংষ্কার কাজ প্রায় শেষের দিকে বললেই চলে। কিন্তু প্রধান সড়ক একটু উপরে হওয়ায় গুটি গুটি বৃষ্টির পানি জমে গেছে তেলী পাড়া রাস্তার মাথার প্রবেশ মুখে। দু’দিকের ড্রেন ভরাট হয়ে যাওয়ায় জমে থাকা পানি গুলো কোন ভাবে চলাচল করতে পারছে না। আবার মাছ বাজার সড়ক, ঈদগাঁও বাজার জামে মসজিদের সামনের সড়ক সহ বাজারের আওতাভোক্ত উপসড়ক জুড়েই জলকাদায় ছেয়ে গেছে। কোন ভাবেই হাঁটা চলার পরিবেশ নেই বল্লেই চলে। পাশাপাশি এসব পানি এখন কাদাজলে পরিণত হয়ে পড়েছে। যাতে করে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকুরিজীবি সহ সর্বশ্রেণি পেশার লোকজন চলাচলে দূর্ভোগ আর দূগতিতে পড়েছে। এমনকি ছোট বড় যানবাহন চলাচলেও বিপাকে পড়তে দেখা যায়। তবে কয়েক পথচারীর মতে, রাস্তার পাশাপাশি ড্রেন সংষ্কার না করলে আসন্ন বর্ষা মৌসুমে মরণ দশায় ভোগতে হবে ঈদগাঁও বাজারবাসীকে। তাই দ্রুত সময়ে বাজারের অসমাপ্ত কাজের পাশাপাশি ড্রেন সংস্কার অতিব জরুরী বলে মত প্রকাশ করেন সচেতন মহল। প্রসঙ্গত- এ ঈদগাঁও বাজার বহুকাল ধরে নানা সমস্যায় জর্জরিত। এতে করে দেখার কেউ না থাকায় আভ্যন্তরীণ উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে পড়েছে বাজারবাসী। জেলার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক এলাকা ঈদগাও বাজার অল্পবৃষ্টিতে বাজারে আগত ক্রেতা সাধারনের হাঁটা চলার কোন স্বাভাবিক পরিবেশ থাকেনা। তাই বাজার বাসী জলাবদ্বতার পাশাপাশি দুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।