এম.জিয়াবুল হক,চকরিয়া :
চকরিয়ায় মালিককে গুলি করে গরু লুটের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোররাত আড়াইটার দিকে গরু চুরির সময় গৃহকর্তা বাঁধা দিতে গেলে তাকে লক্ষ্য করে গুলি করে চোরের দল। এসময় গুলিবিদ্ধ হয়ে গৃহকর্তা হাবিবুর রহমান (৬৫) আহত হয়। গোয়াল ঘর থেকে একটি গরু নিয়ে যায় চোরেরা। উপজেলার উত্তর হারবাং ভিলেজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হাবিবুর রহমানকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত গরুর মালিক হাবিবুর রহমান বলেন, বুধবার ভোররাত আড়াইটার দিকে ঘরের কুকুরের চিৎকার-চেঁচামেচি শুনে আমাদের ঘুম ভেঙ্গে যায়। বাইরে গিয়ে দেখি একদল চোর আমার গোয়াল ঘরে থাকা তিনটি গরু বাড়ির অদুরে নিয়ে একটি পিকআপ গাড়িতে উঠাচ্ছে। এসময় আমরা এগিয়ে গেলে চোরের দল আমাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে আমার শরীরের দুটি ছররা গুলিবিদ্ধ হয়। এক পর্যায়ে চোরের দল তিনটি গরু থেকে একটি গরু নিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এধরনের একটি ঘটনার কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।