মো:রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও
কক্সবাজার উপজেলার ইসলামাবাদের ঐতিহ্যবাহী সে হাঁসের দীঘিটি অবশেষে পরিদর্শন করলেন পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ। ১৯ এপ্রিল সকাল ১১টার দিকে ইউনিয়নের খোদাইবাড়ীস্থ  প্রাচীন হাঁসের দীঘিটি পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের ইন্সপেক্টর মুবিনুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক, এম ইউপি আবদু শুক্কুর, ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের সভাপতি কাফি আনোয়ার, প্রধান সমন্বয়ক হাসান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি নাছির উদ্দীন আল নোমান, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সভাপতি ও আজকের দেশবিদেশের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম. আবুহেনা সাগর, সাংগঠনিক সম্পাদক ও সাউথ বাংলা নিউজ ডটকমের নির্বাহী সম্পাদক আশফাক উদ্দীন আরফাত, সংবাদকর্মী এম. শফিউল আলম আজাদ, মফিজুল ইসলাম মফি, মোজাম্মেল হক, গিয়াস উদ্দীন রবিন, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন জয়, শ্রমিক নেতা আবুতাহের মুন্নাসহ স্থানীয় অনেকে। প্রসঙ্গত, কালের স্যাবাহী প্রাচীন ও ঐতিহাসিক দীঘি-পুকুরগুলি একদিকে যেমন আমাদের নৈমিত্তিক জীবনযাত্রার চাহিদা পূরণ করছে তেমনি বাস্তুসংস্থান রক্ষা দেশীয় মাছের ভান্ডার ও প্রজননত্রে, প্রাণীবৈচিত্র্যতা সংরক্ষণ,ভূ-গর্ভস্থ পানির স্তর রক্ষা,বৃষ্টির পানির সংরক্ষণাধার এবং পরিবেশের ভারসাম্য রায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। এ হাঁসের দীঘি ভরাটের ফলে ইতোমধ্যেই পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। দীঘিকে ঘিরে থাকা পাখপাখালীর প্রাত্যহিক কোলাহল হারিয়ে গেছে, হারিয়ে গেছে প্রাণী বৈচিত্রও। এ দীঘিটি বৃহত্তর ঈদগাঁও’র ঐতিহ্যবাহী জলাধার এবং বিলুপ্তপ্রায় দেশীয় মৎস্যের প্রজননক্ষেত্র। সম্প্রতি কয়েকদিন ধরে সংবাদকর্মীরা স্থানীয়, বিভাগীয় ও জাতীয় পত্র-পত্রিকাসহ বিভিন্ন অনলাইনে হাঁসের দীঘি ভরাটের বিরুদ্ধে দূর্বার কলম সংগ্রাম অব্যাহত রেখেছে। ২১ এপ্রিল বিকেলে এ দীঘি রক্ষার দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধনের ডাক দিয়েছে পৌরসভা বাস্তবায়ন আন্দোলন।