এইচ. এম. রুস্তম আলী, ঈদগাঁও:

সদরের ইসলামপুর ৩ কেজি গাঁজাসহ শাকেরা বেগম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জানা যায়, ১৮ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টায় ইসলামপুর ডুলাফকির রাস্তার মাথার নিজ বাড়ী থেকে শাকেরাকে আটক করে। শাকেরা স্থানীয় মঞ্জুর আলমের স্ত্রী বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মহসিন ভুঁইয়া, এএসআই ফিরোজসহ একটি টীম ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে মঞ্জুর আলমের বাড়ীতে অভিযান চালালে বাড়ীতে বিক্রির জন্য রাখা ৩ কেজি গাঁজাসহ শাকেরাকে পাওয়া যায়। এসময় তাকে আটক করা হয়।
স্থানীয় মেম্বার সাহাব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে সদর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।