বছর ঘুরে আবারো ফিরে এল আগামী ১০ মে বৌদ্ধদের বৃহত্তর ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এদিন সরকারি ছুটি। তাই সর্বস্তরের পেশাজীবিদের দিনটি উদযাপন এবং উপভোগের সুযোগ আছে। বিশ্বময় দিনটি ঘটা করে প্রতিবছর পালিত হয়। বাংলাদেশেও এর ব্যতয় হয়না। সারাদেশের সাথে মিলে কক্সবাজার জেলায়ও এবছর সমারোহে উদযাপিত হবে শুভ বুদ্ধ পূর্ণিমা ২০১৭ খ্রিস্টাব্দ।

এই লক্ষে ‘সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ’ নামে একটি পরিষদ গঠন করা হয়েছে। তিন বছর মেয়াদী এই পরিষদ গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ এপ্রিল বিকাল ৪টায় কক্সবাজার সদরের বাহারছড়া বুদ্ধ বিহারে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

পাহাড়তলী উঃ কুশল্ল্যা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানপ্রিয় থের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বৌদ্ধ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রদীপ বড়–য়া শিবুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাংকুট বনাশ্রম বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিসেন থের, আমাদের রামু ডট কম সম্পাদক ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু, সমাজকর্মী রবীন্দ্রনাথ বড়–য়া, মাষ্টার ধনিরাম বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলার সভাপতি রবীন্দ্র বিজয় বড়–য়া, সাধারণ সম্পাদক জেমশেন বড়–য়া, বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেড়ারেশনের কক্সবাজার জেলার সভাপতি মাষ্টার বোধিমিত্র বড়–য়া, সাধারণ সম্পাদক বংকিম বড়–য়া, রিসোকোসে কাই (আর.কে.কে.) কক্সবাজার জেলার চেয়ারম্যান বাবুল বড়–য়া, শিক্ষা বিষয়ক প্রধান অশোক কুমার বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কক্সবাজার জেলার সভাপতি এড. রাখাল বড়–য়া, সাধারণ সম্পাদক দীপক বড়–য়া দীপু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক দিপংকর বড়–য়া, মুকুট বড়–য়া, নিরঞ্জন বড়–য়া, বাদল বড়–য়া, এড. সুনীল বড়–য়া, এড. রতন বড়–য়া, প্রদীপ বড়–য়া, বিপক বড়–য়া, অরুণ বড়–য়া, মনি বড়–য়া, রাজু বড়–য়া প্রমূখ।

মতবিনিময় সভাশেষে উপস্থিত সর্বসম্মতিক্রমে একুশে পদকে ভূষিত উপসংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে প্রধান উপদেষ্টা, ভদন্ত জ্যোতিসেন থেরকে সভাপতি, ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষুকে সাধারণ সম্পাদক এবং রবীন্দ্রনাথ বড়–য়াকে প্রধান সমন্বয়কারী মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পরিষদ গঠন করা হয়।

তবে পরিষদের সদস্য সংখ্যা পরবর্তীতে উপজেলা ভিত্তিক আরো বৃদ্ধি পাবে বলে জানান সংগঠনের মহাসচিব প্রজ্ঞানন্দ ভিক্ষু।