সিবিএন
আগামী ১৯ এপ্রিল থেকে কক্সবাজার জেলা বারে কর্মরত অাইনজীবী সহকারীদের কোর্ট ড্রেস, এ.সি নাম্বার ব্যবহার ও পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনা অনুসরণ না করে আদালতের কোন মামলা তদবির থেকে বিরত থাকতে বলা হয়েছে।
গত ১৬ এপ্রিল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন আহমদ এ নির্দেশনা জারী করেন।
আইনজীবী সমিতির সেই সিদ্ধান্ত অনুসারে ১৭ এপ্রিল নোটিশ জারী করেছে জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতি।
সমিতির সভাপতি মুহাম্মদ হাছান ও সাধারণ সম্পাদক হাফেজ আহমদ জিসান এ তথ্য নিশ্চিত করেছেন।
অাদালত প্রাঙ্গন থেকে টাউট-দালাল নির্মূল, জঙ্গি ও নাশকতার হামলার সতর্কতা অবলম্বনের লক্ষে উক্ত সিদ্ধান্তের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক দায়িত্ব পালনে সবার প্রতি আহবান জানানো হয়েছে।
পরিচয়পত্রবিহীন কোন সদস্য আইনী জটিলতার সম্মুখিন হলে কর্তৃপক্ষ দায়ভার নিবেনা বলে জানান সমিতির সভাপতি মুহাম্মদ হাছান। তিনি সবার প্রতি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।