চকরিয়া সংবাদদাতা:
চকরিয়ায় পুলিশের সঙ্গে ডাকাতের বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের সহকারী পুলিশ সুপারসহ ৫ সদস্য আহত হয়েছেন। এ সময় ৪ টি আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
১৭ এপ্রিল সোমবার ভোরে চকরিয়া-লামা সড়কে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ এ অভিযান চালায় বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।
তিনি জানান, ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। এতে চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার কাজি মতিউর রহমান ও এস,আই কাওছার উদ্দিন চৌধুরী,আলমগীর,এনামসহ আরও পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪ টি আগ্নেয়াস্ত্রসহ মোঃ বেলাল উদ্দিন,মোজাম্মেল হক,আব্দু রহিম,আবুল হোসেন,মহিউদ্দিন, মোঃ হোসেন আলী, ৬ ডাকাতকে গ্রেফতার করে। এ ব্যাপারে মামলার হচ্ছে বলে জানায় পুলিশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।