এস.আজাদ, উখিয়া:

উখিয়ার উপকূলীয় জালিয়পালং ইউনিয়নের মনখালী সৈকত এলাকায় গত শনিবার সন্ধ্যা ভেসে এসেছে বিশাল আকৃতির একটি তিমি মাছ। রোববার উক্ত তিমি মাছটি দেখার জন্য ভীড় করছেন উৎসুক জনতা। স্থানীয় পরিবেশবাদীদের অভিমত সমুদ্রে আবহাওয়া বিরূপ প্রভাব অথবা বয়সের কারনে এই সামুদ্রিক প্রাণিটির মারা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ইতিপুর্বে একই স্থানে বিপূল পরিমাণ মৃত কাছিম ভেসে এসেছিল। তখনও কোন কারণ জানেননি তারা। তবে ওই সময় একই ধারণা করেন তারা। শনিবার বিশাল তিমি মাছটি ভেসে আসতে দেখে তারা বিস্মিত হয়ে যান।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সর্দার শরিফুল ইসলাম বলেন, হ্যাচারীর দুষিত পানি সমুদ্রের পানির সাথে মিশে যাওয়ার কারনে যদি পানি দুষিত হয়ে কাছিমের তিমি এবং কাছিমের মৃত্যু হয় তাহলে হ্যাচারী গুলোর বিরুদ্ধে অবশ্যই পরিবেশ আইনে মামলা রুজু করা হবে। আর যদি অন্য কোন সমস্যার কারনে এ ঘটনা ঘটে থাকে তাহলে তাও খতিয়ে দেখা হবে।