নুরুল হোসাইন, টেকনাফ:
টেকনাফে ঘূর্ণিঝড় ‘মারুথা’ মোকাবেলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তুষার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচ কে আনোয়ার,সদর ইউপির চেয়ারম্যান মো: শাহাজান, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন বড়–য়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, রেড ক্রিসেন্ট কর্মকর্তা আবদুল মতিন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ, উপজেলা প: প: কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা, মাধ্যামিক শিক্ষা অফিসার ফৌরদৌস হোসেন, পুলিশের এসআই আবুল খায়ের, সাংবাদিক নুরুল হোসাইন, রেজাউল করিম রেজু মেম্বার, রোজিনা আক্তার মেম্বার, রানু আক্তার মেম্বার প্রমূখ।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ‘মারুথা’ নামের ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তাই উপকূলে আঘাত হানার সম্ভাবনা কম থাকলেও ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এজন্য সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ‘মারুথা’ মোকাবেলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত