হারুনর রশিদ,মহেশখালী :

কক্্রবাজারের মহেশখালী উপজেলায় বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পহেলা বৈশাখ বাংলা ১৪২৪ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে। ১৪এপ্রিল সকাল ৮টার সময় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্টিত হয়। শোভা যাত্রায় পৌরসভার বিভিন্ন বিদ্যালয় অংশ গ্রহণ করেন। উক্ত শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে মিলিতি হয়ে বর্ষবরণের আনুষ্টিন উদ্ভোধন করেন প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি বিভীষণ কান্তি দাশ,মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডা: নুরুল আমিন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম আজিজুর রহমান বিএ, উপজলো আওয়ামীলীগরে সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী,মহেশখালী পল্লী বিদ্যুৎতের ডিজিএম শামশুউদ্দীন মোহাম্মদ আবুল বাশার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মো: ফজলুল করিম, সমাজ সেবা অফিসার নাছরুল্যাহ আল মাহমুদ, সমবায় অফিসার গোলাম মাসুদ কুতুবী, রেঞ্জ কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দীন,যুবউন্নয়ন কর্মকর্তা নিরেন্দ্র চন্দ্র পাল, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম সাকিব, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা ডা: ফিরুছ খান,কুতুবজোমের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, হোয়ানকের চেয়ারম্যান মোস্তফা কামাল, ধলঘাটার চেয়ারম্যার কামরুল হাসান,বড় মহেশখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলিলুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, উক্ত অনুষ্টানটি সঞ্চলনা করেন মহেশখালী ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আশিষ চক্রবর্তী।

সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রাঙ্গনের পান্তা ইলিশ এর আয়োজন চলে, তবে পান্তা ইলিশের পরিবর্তে তেলাপিয়া ছিল। সকাল ৯টায় গ্রামীণ মেলা এর আয়োজন করা হয়। এতে গ্রামীণ ঐত্যির্য কে ধরে রাখতে গ্রামীণ পিঠাসহ নানান ধরণের পিঠার স্টলবসে।

স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দিন ব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান চলে উপজেলা প্রাঙ্গনে।

বিকাল সাড়ে ৩টার সময় অফিসার্স কল্যাণ ক্লাবের ব্যানারে র‌্যাফেলড্র অনুষ্টিত হয় এবং র‌্যাফেলড্র এ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম।

সন্ধ্যা ৭টার সময় অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।

সকলের সুন্দর অংশ গ্রহণে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে বর্ষবরণ অনুষ্টান সম্পন্ন হওয়ায় সকলের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম।